1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার পরিচালিত এ অভিযানে অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডেয়ারিং টাইগার্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিনের নজরদারির পর নিউমার্কেটের তিনটি দোকান ও একটি গুদামে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ‘সামুরাই’ ও অন্যান্য ধারালো অস্ত্র রয়েছে, যা সন্ত্রাসীদের কাছে বিক্রি, ভাড়া এবং বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা নির্দিষ্ট উৎস থেকে এসব অস্ত্র সংগ্রহ করত এবং কয়েক মাস ধরে বিপুল পরিমাণে মজুত রেখেছিল। গত তিন-চার মাসে এ ধরনের দেশি অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে নিরাপত্তা বাহিনীর নজরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!