ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবরকে গুজব আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রার্থী ও ভোটারদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নিয়মিতভাবে চলছে। ভোট প্রক্রিয়া বন্ধ হয়েছে বলে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে শিবির সেক্রেটারি অভিযোগ করেছেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালাচ্ছে ছাত্রদল।