1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরেছে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। দলের সঙ্গে ছিলেন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরাও।

বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগে এ প্রত্যাবর্তন সম্ভব হয়। যাত্রার সময় নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান এবং দূতাবাসের কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়। আন্দোলনের কারণে কাঠমান্ডুর হোটেলে কয়েকদিন আটকে ছিলেন খেলোয়াড়রা।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে জানান, আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে সরকার বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!