1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

ইসলামের সুমহান আদর্শের আহ্বান ঘরে ঘরে পৌছে দিতে হবে- জামাত নাঃগঞ্জ জেলা সেক্রেটারি

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর বলেছেন, একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানের জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই।
তিনি আজ সকালে রূপগঞ্জ দক্ষিণ উপজেলা আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ দক্ষিণ উপজেলার উদ্যোগে আজ ২৩ মে জুমাবার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, রূপগঞ্জ দক্ষিণ থানা কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ আমীর হোসাইন প্রমূখ।

হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য নানামুখী অপতৎপরতা চলছে। দেশ বিরোধী এবং ঐক্য বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট