1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

১৬ বছর পূর্ণ হলেই পাচ্ছেন এনআইডি কার্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

যাদের বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, তারা এখন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন। এই সেবা দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে—১৬ বছর বয়স পূর্ণ হলেই এনআইডির জন্য নিবন্ধন করা যাবে। এতে অগ্রিম তথ্য সংগ্রহ রাখা সম্ভব হবে। বর্তমানে বিদেশে পড়াশোনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসা গ্রহণসহ নানান কাজে এনআইডি প্রয়োজন হয়। কিন্তু অসম্পূর্ণ তথ্যের কারণে অনেক শিক্ষার্থী ও নাগরিক সমস্যায় পড়েন। এজন্য ১৬ বছর এবং তার বেশি বয়সী সবাই এনআইডির জন্য আবেদন করতে পারবেন।

এনআইডি কার্ড হারিয়ে গেলে নতুন করে জিডি করার শর্ত তুলে নেওয়ার কথাও জানান ইসি সচিব। তিনি বলেন, আগে এনআইডি হারালে সাধারণ ডায়েরি (জিডি) করতে হতো। এখন থেকে আর জিডির প্রয়োজন হবে না। মানুষের সময় ও সুযোগের স্বল্পতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জিডি ছাড়াই দ্বিতীয়বার এনআইডি কার্ড পাওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!