বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নাগরিকদের সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি) এবং ব্র্যাক ব্যাংকের যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করেছে। ৭ মে, বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসির এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
ইসির এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান,
গতকাল নিয়মিত মনিটরিংয়ে দেখা যায়, আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে ওই দুটি প্রতিষ্ঠানের যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তথ্য যাচাই সেবা গ্রহণ করছে।
প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে দৈনন্দিন মনিটরিং চালু রয়েছে।
এনআইডি উইং মহাপরিচালক বলেন,
"আমরা জানতে পারি, কিছু লিঙ্ক থেকে তথ্য ফাঁস হচ্ছে। আরও গভীরভাবে মনিটরিং করলে নিশ্চিত হই যে এই তথ্য ফাঁসের সূত্র হলো আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক।"
"যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।"
ফেব্রুয়ারি, ২০২৫ - এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনা ধরা পড়েছিল, যার ফলে পাঁচটি প্রতিষ্ঠানের সেবা ইতোমধ্যেই বন্ধ রয়েছে।
এবার আরও দুটি প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেলো, যা ইসি’র জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত