দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভিন্ন এক দৃশ্যের সাক্ষী হলো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ। রবিবার (১ জুন) সকালে মেঘনার জোয়ারের স্রোতে ভেসে এসে উপকূলে আটকা পড়ে এক জোড়া ডলফিন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
এ ঘটনাকে ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ডলফিন দুটির সঙ্গে মেতে ওঠেন স্থানীয় জেলেরা। কেউ কেউ সেই দৃশ্য ভিডিও করে শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ঘটনাটি ঘটে নিঝুম দ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন দেখতে সেখানে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা।
বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, ‘নিঝুম দ্বীপ ও দমারচরের মাঝখানে মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুটি ডলফিন। পরে ভাটার টানে তারা নদীর কিনারায় আটকে পড়ে। জেলেরা মাছ ধরতে গিয়ে প্রথমে ডলফিনগুলো দেখতে পান। খবর পেয়ে আমরাও ছুটে যাই। জেলেরা তাঁদের সাগরের দিকে পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে পরের জোয়ারে ডলফিনগুলো সাগরে ফিরে যেতে সক্ষম হয়।’
অন্যদিকে, তিনদিন ধরে হাতিয়ায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে বহু নিম্নাঞ্চল বারবার জোয়ারে প্লাবিত হয়েছে। ভেঙে গেছে বেড়িবাঁধ, কাঁচা রাস্তা ও বসতঘর। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
এ প্রসঙ্গে পরিবেশবিদদের মতে, ডলফিনের উপকূলে ভেসে আসা জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে একইসাথে এটি নিঝুমদ্বীপে পর্যটনের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত