আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে বিদ্যুৎ সংযোগ নেই। এজন্য নির্বাচন কমিশন (ইসি) বিদ্যুৎ বিভাগকে দ্রুত সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে ইসি রোববার (৪ জানুয়ারি) চিঠি পাঠায়।
সারা দেশে আসন্ন নির্বাচনের জন্য মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।