সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসন্ন রায়ের দিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, “আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। রায় কোর্ট দেবে, বিচার বিভাগের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমরা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম এবং আশাকরি তা বাংলাদেশে স্থাপন করা হয়েছে। এখন আমাদের মূল ফোকাস রাজনৈতিক ট্রানজিশন, নির্বাচনের দিকে এবং গণতন্ত্রায়নের দিকে এগোনো।”
আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে দেশের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব, অন্য কোনো উপায় নেই। তিনি বলেন, “বাংলাদেশে আজকের সবচেয়ে বড় চাহিদা হলো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সংসদ ও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। গত ১৫-১৬ বছর ধরে এটা অনুপস্থিত ছিল।”
তিনি আরও বলেন, “মানুষের প্রধান চাহিদা একটি উৎসবমুখর নির্বাচন। আমাদের সময় নষ্ট না করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনলে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব। সাংবিধানিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝতে পারবে না।”
উদ্বোধনের পরে তিনি সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে অংশ নিয়েছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।