1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শুল্ক বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নয়: ট্রাম্প

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা আগের শুল্কের সঙ্গে মিলিয়ে দাঁড়িয়েছে মোট ৫০ শতাংশে। হোয়াইট হাউস জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত শুল্কের পেছনে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি করাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রথম ধাপে ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং তখন এটি ভারতের সব পণ্যের ওপর প্রযোজ্য হবে, তবে ইতিমধ্যে রপ্তানির পথে থাকা বা নির্দিষ্ট কিছু পণ্য এ থেকে ছাড় পাবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ভবিষ্যতে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বদলালে বা ভারত পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক নীতিতে পরিবর্তন আনা হতে পারে।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অর্থনৈতিক চাপের মুখেও ভারত তার অবস্থান থেকে একচুলও সরবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!