নোয়াখালীর হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার স্কুলছাত্রকে ধরে নিয়ে পড়াশোনায় বসিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
ইউএনও জানান, চার ছাত্র মোবাইলে গেম খেলছিল। পরিচয় জানতে পেরে তিনি তাদের নিজের বাসার পাশে একটি কক্ষে নিয়ে খাতা-কলম দিয়ে পড়াতে বসান এবং একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলেন। পরে একজন অভিভাবক এসে তাদের নিয়ে যান।
ঘটনার ছবি উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে পোস্ট করলে সামাজিক মাধ্যমে তা প্রশংসিত হয়। ইউএনও বলেন, “তারা ছাত্র, তাই শাস্তি না দিয়ে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে সন্ধ্যার পর এ ধরনের আড্ডা ঠেকাতে একই ব্যবস্থা নেওয়া হবে।