নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় সাপের কামড়ে ফণিভূষণ দাস (৫০) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চিত্রা নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত ফণিভূষণ দাস মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, মাছ ধরার সময় হঠাৎ করে একটি সাপ তাকে কামড়ায়। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত