1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুদকের ১৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি এনএসআইয়ের ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলোর গোপন অনুসন্ধান চালিয়ে প্রাথমিকভাবে আমলযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব অভিযোগ দুদকের মানিলন্ডারিং শাখা থেকে আনুষ্ঠানিক অনুসন্ধানের আওতায় আনা হয়।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন এনএসআইয়ের তিনজন অতিরিক্ত পরিচালক, ছয়জন যুগ্ম পরিচালক এবং চারজন উপপরিচালক।

অতিরিক্ত পরিচালকরা হলেন— মো. আজিজুর রহমান, এমএসকে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন।
যুগ্ম পরিচালকরা হলেন— মো. ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফএম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক।
উপপরিচালকরা হলেন— কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

দুদক জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই ও তদন্তে অনুসন্ধান কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!