জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।
জানা যায়, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যিনি সম্প্রতি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পেয়েছেন।
তবে সেই ঘটনার পরও আবদুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় গিয়ে তিনজনের পক্ষে মুচলেকা দেন এবং তাদের থানা থেকে জামিনে মুক্ত করে আনেন। বিষয়টি বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয়।
এই প্রেক্ষাপটে এনসিপি থেকে দেওয়া নোটিশে বলা হয়, “আপনার এই কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার নির্দেশ দেওয়া হলো।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত