1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

শনিবার (২৪ মে) খোলা থাকবে সরকারি অফিস

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার, ২৪ মে, খোলা থাকবে সব সরকারি অফিস। এর আগে গত ১৭ মে শনিবারও সরকারি অফিস চালু ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ঈদের আগে অতিরিক্ত ছুটি পাওয়ার জন্য ১৭ ও ২৪ মে (দুইটি শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। ছুটির এই পর্ব শুরু হবে ৫ জুন এবং শেষ হবে ১৪ জুন পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস”-এর আওতায় ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতায় পড়বে না। এর মধ্যে রয়েছে:

  • বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ

  • ফায়ার সার্ভিস

  • বন্দর কার্যক্রম

  • পরিচ্ছন্নতা কার্যক্রম

  • টেলিফোন ও ইন্টারনেট সেবা

  • ডাক সেবা

এছাড়াও, হাসপাতাল, চিকিৎসা সেবা ও সংশ্লিষ্ট পরিবহন এবং কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

প্রসঙ্গত, এই ছুটির সিদ্ধান্ত গৃহীত হয় গত ৬ মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট