মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর পুরান ঢাকায় আরেকটি নৃশংস হত্যাচেষ্টা সংঘটিত হতে যাচ্ছিল। তবে এইবার সাহসিকতা দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট ও স্থানীয় জনতা।
রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারীর হাটখোলা এলাকার ইলিসিয়াম ভবনের পেছনের গলিতে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৯টার দিকে সৈয়দ রেদোয়ান মাওলানা নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ঘিরে ধরে মারধর শুরু করে ৬–৭ জনের একটি সংঘবদ্ধ দল। তারা মোটরসাইকেলের হেলমেট দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করতে থাকে।
হামলাকারীরা যখন ইট দিয়ে তার মাথায় আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত ৫০–৬০ জন স্থানীয় বাসিন্দা এবং দায়িত্বপালনরত এক ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করেন এবং কিশোরটির প্রাণ রক্ষা করেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত