1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামী জোটে যাওয়ার বিরোধী

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ৩০ জন কেন্দ্রীয় নেতা জামায়াতে ইসলামীসহ ৮–দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাব্য পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

চিঠিতে নেতারা উল্লেখ করেছেন, জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠনগুলো জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভাজনমূলক কর্মকাণ্ড, এনসিপি ও ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্রহনন, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থান ইত্যাদি কারণে দেশের গণতান্ত্রিক চেতনার জন্য বিপদ তৈরি করছে। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ভূমিকা গ্রহণ করেছিল, যা এনসিপির নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

নেতারা চিঠিতে উল্লেখ করেন, জোটে গেলে দলের নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা দুর্বল হবে, এবং মধ্যপন্থী সমর্থক ও কর্মী ক্ষুব্ধ হয়ে দলের প্রতি সমর্থন কমিয়ে দিতে পারে। তাই কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন ও সংগঠক রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!