‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে খসড়াটি অনুমোদিত হয়। পরে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে অঙ্গদাতার পরিধি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাড়ানো হয়েছে, যা দেশে কিডনি প্রতিস্থাপনকে সহজতর করবে। এছাড়া মৃত্যুর পর মরদেহ থেকে অঙ্গ সংগ্রহ এবং তা প্রতিস্থাপনের পদ্ধতি নিয়েও স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে এই খসড়ায়।