
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন আবাসিক শিক্ষার্থী বাধ্যতামূলক হল বন্ধের সিদ্ধান্ত স্থগিতসহ নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় হঠাৎ ১৫ দিনের জন্য বন্ধের ঘোষণা দেওয়ার পর তারা এ অবস্থান কর্মসূচি গ্রহণ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করছেন না। তাদের মতে, হঠাৎ এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে তৃতীয় পক্ষের প্রভাব রয়েছে।
এর আগে ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এসময় রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সকল আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply