
চট্টগ্রাম রয়্যালসের অনুশীলন চলাকালে মাথায় আঘাত পেয়েছেন দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরিফুলের মাথার এক পাশে আঘাত লাগে। এর পাশাপাশি তিনি কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায়ও ভুগছিলেন।
আগামীকাল দলের একটি ম্যাচ থাকায় কোনো ঝুঁকি না নিয়ে সতর্কতামূলকভাবে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
চোটের বিষয়ে টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, “চোটটি খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত লেগেছে, তাই আমরা নিশ্চিত হতে চাই। পরীক্ষার ফল পাওয়ার পরই তার পরবর্তী অবস্থা জানা যাবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply