ভারত ও পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশকেও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুদ্ধ সমর্থন করি না, কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে। তাই পূর্ণ প্রস্তুতি নিতে হবে, অর্ধেক প্রস্তুতি আত্মঘাতি হতে পারে।”
ড. ইউনূস বলেন, “বর্তমানে ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা চলছে। এমন অবস্থায় প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকা উচিত।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সাহস ও আত্মবিশ্বাস ধরে রাখতে সামগ্রিক প্রস্তুতি জরুরি।”
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, “বিমান বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে। স্বনির্ভরতার পথে দেশীয় প্রযুক্তির ব্যবহার করে তারা আত্মপ্রত্যয়ী ভূমিকা রাখছে। সরকার তাদের আধুনিকায়নে সর্বাত্মক সহায়তা করছে।”