কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে গুলি বিনিময় থেকে শুরু করে চুক্তি বাতিলের হুমকি পর্যন্ত পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ। ভারত ও পাকিস্তান চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত, তবে আগবাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না।
তিনি বলেন, “আমরা চাই দুই দেশ নিজেরাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। যদি তারা আমাদের সহায়তা চায়, তখন আমরা বিবেচনা করবো। তবে বর্তমান পরিস্থিতিতে নিজে থেকে মধ্যস্থতার কোনো উদ্যোগ নেওয়া হবে না।”
তৌহিদ হোসেন আরও বলেন, ইতোমধ্যে কিছু দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবেই হোক, আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক এবং এই অঞ্চলে শান্তি বজায় থাকুক—এটাই বাংলাদেশের প্রত্যাশা।