1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশে পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

জানা গেছে, আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল ইসাক দারের। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এর আগে জানিয়েছিল, এই সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ছিল।

ইসাক দারের সফরটি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছিল, কারণ এটি গত ১৩ বছরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল।

সফর স্থগিত হলেও ভবিষ্যতে দুই দেশের আলোচনার ভিত্তিতে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট