প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৯:৪২ পি.এম
মোজাম্মেল হোসেন মোহন-এর কবিতা ‘পাখির মেলা’
পাখির মেলা
-মোজাম্মেল হোসেন মোহন
হরেক রকম পাখির মেলা
মোদের ছোট্ট গাঁয়ে,
সকাল-সাঁঝে তাদের কূজন
ভাসে দখিন বায়ে।
বুলবুলি আর দোয়েল নাচে
টুনটুনি গান করে,
বাবুই পাখি মন-পছন্দে
নিজের বাসা গড়ে।
ঝোপ-ঝাড়েতে ডাহুক ডাকে
মরাল চলে জলে,
মরালি তার পিছে পিছে
সাঁতার কেটে চলে।
ঘুঘু ডাকে ভরদুপুরে
পাশেই হিজল গাছে,
পেয়ারা গাছে কাঠবিড়ালি
লেজ-দুলিয়ে নাচে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত