
আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি বাড়িতে পাকিস্তানের বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। কাতারভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়ি লক্ষ করে বোমা হামলা চালায়। এতে নয় শিশু (পাঁচ ছেলে, চার মেয়ে) এবং একজন নারী নিহত হয়। বিস্ফোরণে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এছাড়া আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, খোস্তের পাশাপাশি উত্তরপূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply