1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শুক্রবার দুবাইয়ে টস জিতে ব্যাটিং করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬০ রান। ইনিংসের নায়ক ছিলেন মোহাম্মদ হারিস। ৪৩ বলে ৭ চার ও ৩ ছয়ে করেন ৬৬ রান, নির্বাচিত হন ম্যাচসেরা। তার ব্যাটে ভর করেই পাকিস্তান পৌঁছায় লড়াই করার মতো সংগ্রহে। ইনিংসের শুরুতে অবশ্য ভুগতে হয় দলকে। ওপেনার সাইম আয়ুব শূন্য রানে ফিরলে চাপ বাড়ে। শাহেবজাদা ফারহান জীবন পেয়ে খেলেন ২৯ বলে ২৯ রানের ধীরগতির ইনিংস। পরে হারিস আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানরেট টেনে তোলেন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ১০ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিও খেলে দলকে নিয়ে যান দেড়শ ছুঁই ছুঁই রানে।

ওমানের হয়ে সর্বোচ্চ সফল ছিলেন আমির কলিম ও শাহ ফয়সাল। দুজনেই তিনটি করে উইকেট নেন। একটি পান মোহাম্মদ নাদিম।

লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় ওমান। ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। শুরুতেই অফস্পিনার সাইম আয়ুব দুই ওপেনারকে ফেরান। পরে রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ও ডানহাতি পেসার ফাহিম আশরাফ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি করে শিকার করেন মোহাম্মদ নওয়াজ, আবরার ও শাহীন শাহ আফ্রিদি।

ওমানের ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। হাম্মাদ মির্জা ২৩ বলে ২৭ রান করেন। আমির কলিম ১১ বলে করেন ১৩। লোয়ার অর্ডারে শাকিল আহমেদ খেলেন ২৩ বলে ১০ রানের ইনিংস। বাকিরা ছিলেন ব্যর্থ।

অবশেষে পাকিস্তানের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে বড় ব্যবধানেই ম্যাচ হারে ওমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!