রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীতে একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়ির ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
পরে ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ এবং তিনজনকে আটক করেছে পুলিশ।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত