1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

নৃশংস খুনের শিকার ডৌয়াতলা ইউনিয়নের কাকচিড়ার নাজমুল হাসান পাপ্পু

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ঢাকায় নৃশংসভাবে খুন হয়েছে ডৌয়াতলা ইউনিয়নের কাকচিড়ার মোঃ নাজমুল হাসান পাপ্পু। পাপ্পুর বাবার নাম বাদল হাওলাদার (মাষ্টার)। পরকীয়া প্রেমকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছে।

গতকাল বেলা দেড়টার দিকে ঢাকার পল্লবী থানার মিরপুর-১১ এর ডি ব্লকের সাবলেট বাসায় খুন হন। চার মাস আগে পাপ্পুর স্ত্রী এ রুমটি সাবলেট ভাড়া নেন।

পাপ্পুর স্ত্রীর নাম দোলনা আক্তার দোলা। তার সাথে সৌদি প্রবাসী গাউছ নামের একজনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। কিছুমাস আগে গাউছ দেশে আসেন। আজ সকালে পাপ্পু যখন স্ত্রীসহ বাসায় ছিলেন তখন গাউছ হঠাৎ করে ছুরি হাতে বাসায় ঢুকে নৃশংসভাবে দুজনকেই খুন করে।

প্রতিবেশিরা জানিয়েছে, দোলা চাকচিক্যময় জীবনযাপন করতো। তার কাছে আইফোন ছিলো যা পরকীয়া প্রেমিক গাউছের দেওয়া।

দেশে এসে গাউছ মিরপুরে বাসা নেয়। গাউছ দোলা যে বিবাহিত তা জানতো না। পাপ্পু বরগুনার একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে বরগুনা থাকতো। মাঝে মাঝে ঢাকা যেত। গাইছ দেশে আসার পর পাপ্পু যখন বরগুনা থাকতো তখন দোলা গাইছের সাথে দেখা করতো। দুইদিন আগে পাপ্পু ঢাকায় আসে। আজ সকালে গাউছ দোলা ও পাপ্পুকে একসাথে নাস্তা করতে দেখে তাদের অনুসরণ করতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট