
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি স্পষ্ট করে জানিয়েছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না গিয়ে নিজস্ব প্রার্থীদের নিয়েই তারা নির্বাচনের মাঠে থাকবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা বর্তমানে ২৬৮টি আসনে মাঠে কাজ করছেন এবং সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন সামনে রেখে শুরুতে ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে দলটির প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন।
এ সময় দলটি জানায়, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতায় তারা যাচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, আসন সমঝোতার ভিত্তিতে তারা ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ওই ঘোষণায় বলা হয়, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সাতটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুটি এবং নেজামে ইসলাম পার্টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তখন অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি, যাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply