বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর প্রায় ৪৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এই রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া অনুকূলে আসায় দীর্ঘ সময় পর ২০টি লঞ্চ দিয়ে পুনরায় চলাচল শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ী অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকে আরও দীর্ঘ সময়। ফলে দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রী ও যানবাহন আটকা পড়ে। যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাতায়াত করেন।
অবশেষে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল শুরু হয়, যা যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত