1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

তিন জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে। ঢাকার শেরে বাংলা নগর থানায় ভোটে অনিয়মের একটি মামলার তদন্তের অংশ হিসেবে পিবিআই এই তথ্য চায়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও দায়িত্বের বিস্তারিত তালিকা চেয়েছে।

পিবিআই ৩ জুলাই ইসিকে চিঠি দিয়ে রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তথ্য চায়। এসব দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ইউএনও ও অন্যান্য মাঠপর্যায়ের কর্মকর্তা।

প্রতি জাতীয় নির্বাচনে প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এখন তাদের তথ্য তৈরি করছে নির্বাচন কমিশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!