রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটের খেজুরবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওই তরুণ ব্যাগ হাতে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ মেট্রোরেলের লাইন থেকে একটি বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে বিয়ারিংটি পাশের একটি চপ-শিঙ্গাড়া দোকানে আঘাত করলে দোকানের কাঁচ ভেঙে দুইজন আহত হন।
মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “খেজুরবাগান মোড়ের ওই স্থানে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছে। জাপানি ঠিকাদারদের বিষয়টি ঠিক করতে বলা হলেও তারা করেননি।”
প্রকৌশল সূত্রে জানা গেছে, উড়ালপথ নির্মাণে ব্যবহৃত এসব বিয়ারিং প্যাড রাবারজাতীয় বিশেষ উপাদান দিয়ে তৈরি। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে এটি বসানো হয়, যাতে গাড়ির চাপ সরাসরি পিলারে না পড়ে মাটিতে ছড়িয়ে যায়। প্রতিটি প্যাডের ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকে।
এই ঘটনার পর মেট্রোরেলের নিরাপত্তা ও নির্মাণ ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।