1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

পিলখানা হত্যাযজ্ঞ তদন্তে স্বাধীন জাতীয় কমিশনের মেয়াদের শেষ দিনে আজ সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার (৩০ নভেম্বর) তাদের মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে এই সংবাদ সম্মেলন হবে।

এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে কমিশন প্রতিবেদন জমা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী সোমবার রাওয়া ক্লাবের ঈগল হলে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারবর্গও কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করবে।

গত বছর ২৩ ডিসেম্বর পিলখানা হত্যাযজ্ঞের তদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করা হয়। সাবেক বিডিআর মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে সামরিক বাহিনী, পুলিশ, সিভিল সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কমিশন গঠিত হয়। পরবর্তী সময়ে কয়েক দফা কমিশনের মেয়াদ বাড়ানো হয়। আজ সেই বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে।

গত ২৫ জুন কমিশন জানিয়েছিল, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল এবং তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি আলামত নষ্ট ও তদন্ত ভিন্ন খাতে নেয়ার প্রচেষ্টারও তথ্য মিলেছে।

কমিশন গঠনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পিলখানা–সংক্রান্ত দুটি মামলা চলমান থাকায় কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ কারণে প্রথমে কমিটি গঠনের ঘোষণা এলে বিভিন্ন সংগঠনের প্রতিবাদে সরকার পরে কমিশন গঠনে সিদ্ধান্ত নেয়।

গত ১৯ ডিসেম্বর নিহত সেনা কর্মকর্তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে পালিয়ে যাওয়া তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ কয়েকজন রাজনৈতিক নেতা ও সেনা কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে কমিশন তাদের তদন্তে কী তুলে ধরে—এ নিয়ে দেশজুড়ে প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!