পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।
বুধবার (২৫ জুন) তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতা—সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজমের কাছ থেকে ই-মেইলের মাধ্যমে জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা ১৫ জন কর্মকর্তার সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এছাড়া সেনা সদরের মাধ্যমে ৫০ জন জীবিত কর্মকর্তাকে লিখিত জবানবন্দি দিতে ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। দুই দফা সম্মেলনে তাদের সঙ্গে ঘটনার সার্বিক বিষয়ে মতবিনিময়ও হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত