বিএনপি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না—ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে। তবে সংবিধানে পৃথকভাবে ‘সাংবিধানিক নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাবকে সমর্থন করেনি দলটি।
বুধবার (২৫ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না—এ বিষয়ে আলোচনা হয়েছে এবং এই প্রস্তাবে বিএনপি একমত। তবে সাংবিধানিক নিয়োগ কমিটি গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে আমরা একমত নই।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বিএনপি ৫ম সংবিধান সংশোধনীর মূলনীতি এবং নতুন কিছু প্রস্তাবে সম্মতি দিলেও ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। আমরা মনে করি, কমিশন বা সার্চ কমিটি আইন সংস্কারের মাধ্যমেই করা যেতে পারে। আলাদা কোনো নিয়োগ কমিটি বা সংবিধানে নতুন বডি গঠনের প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করাই উদ্দেশ্য হওয়া উচিত, তাকে দুর্বল করা নয়। অতীতে কেউ স্বৈরাচারী আচরণ করেছে বলে এখন নির্বাহী ক্ষমতা কমানোর প্রয়োজন নেই।”