প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘবের জন্য ‘পাওয়ার অব অ্যাটর্নি’ বিধিমালায় সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “সংশোধিত বিধিমালার আওতায় বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও, যদি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে ‘No Visa Required’ স্টিকার থাকে অথবা তার জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকে, তবে তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।”
প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় ভিন্নমত দমন করতে মিথ্যা মামলা ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, “বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ৬,২৯৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে এবং অন্যান্য মামলাও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে।”
তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন ৪১৩টি ‘স্পিচ অফেন্স’ মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এই আইন অবিলম্বে বাতিল করে নাগরিকবান্ধব নতুন সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা জানান, “মানুষের ভোগান্তি কমাতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় গিয়ে স্বাক্ষর দেওয়ার প্রয়োজন নেই, এটি অনলাইনেই করা যাবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।”
তিনি তার ভাষণে আশ্বস্ত করেন যে, প্রবাসীসহ দেশের জনগণের স্বার্থ সুরক্ষায় সরকার সব ধরনের আইনগত ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।