1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

পুলিশ সপ্তাহে ড. ইউনূস: “স্বৈরাচারী শাসনের আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছে পুলিশ”

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে, যার কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মূল্য দিতে হয়েছে।”

তিনি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “নির্বাচনে পরাজিত পক্ষ যেন স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।”

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারীরা যেন কোনো হয়রানির শিকার হলে দ্রুত পুলিশি সহায়তা পান, সেটি নিশ্চিত করতে হবে।”

পুলিশ বাহিনীর ভালো কাজের প্রশংসা করে ড. ইউনূস মানবাধিকার ও ন্যায়বিচার রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকার তাগিদ দেন।

এবার ৬২ জন পুলিশ সদস্য ‘বাংলাদেশ পুলিশ পদক’ পেয়েছেন। প্রধান উপদেষ্টা নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, সরকারবিরোধী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্কের জেরে এবার তিন দিনব্যাপী সীমিত পরিসরে পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট