রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ভ্যাটিকান জানিয়েছে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ২৬ এপ্রিল, স্থানীয় সময় সকাল ১০টায়। বাংলাদেশ সময় এটি শুরু হবে সকাল ৯টায় এবং গ্রিনউইচ মান সময় অনুযায়ী সকাল ৮টায়।
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি টানা ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত