1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

পড়শীর ল্যাংকাওই ভ্রমণ ভিডিওতে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী দুই দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীত জগতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ২০০৮ সালে একটি গানের রিয়্যালিটি শোর মাধ্যমে তিনি পরিচিতি পান এবং ২০০৯ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। এরপর থেকে নিয়মিতভাবে আবহ সংগীত, সলো ও ডুয়ো অ্যালবামে কাজ করতে থাকেন। এ পর্যন্ত তিনি ভক্তদের অসংখ্য গান উপহার দিয়েছেন এবং গড়ে তুলেছেন নিজস্ব ভক্তমহল।

কাজের পাশাপাশি পড়শী সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত মুহূর্ত কিংবা ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি পরিবার নিয়ে আন্দামান সাগরের ল্যাংকাওই এলাকায় সময় কাটাতে দেখা গেছে তাকে। সেখান থেকে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, জেটি ঘাটে ভক্তদের সঙ্গে কথা বলছেন তিনি এবং ক্রুজ বোট দেখাচ্ছেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সেই ক্রুজে ওঠেন পড়শী; মূলত ক্রুজ বোটে করেই বেড়াতে যান তারা।

ভিডিওটি প্রকাশের পর পড়শীর ভক্তদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করেছেন—কেউ লিখেছেন, “অসাধারণ ভিডিও”, আবার কেউ নতুন ভিডিওর অপেক্ষার কথা জানিয়েছেন। পড়শী নিজেও ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে মন্তব্য করেছেন, এমনকি জিজ্ঞেস করেছেন— “ল্যাংকাওই থেকে আছেন কেউ?”

সব মিলিয়ে সংগীতজীবন ও ব্যক্তিগত মুহূর্তে সাবরিনা পড়শী ভক্তদের কাছে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!