1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে পর্তুগাল: সেপ্টেম্বরে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ব্যাপক গণহত্যার মধ্যেই ইউরোপের আরেক দেশ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা গেছে, জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর দফতর এ স্বীকৃতি দিতে পারে। এ অধিবেশন আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

পর্তুগাল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং এটি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহে চূড়ান্ত হতে পারে। প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করবেন বলেও জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি দেশও জাতিসংঘের সেপ্টেম্বরের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। স্লোভেনিয়া জাতিসংঘে স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।

এ প্রক্রিয়ায় পর্তুগালের সম্ভাব্য অংশগ্রহণ পশ্চিম ইউরোপীয় কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি অভিযানে বিপুল হতাহত ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও সমালোচনা ক্রমেই বাড়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!