সদ্য সংঘটিত ভূমিকম্পের পর ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাই করার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রকৌশল বিভাগ থেকে ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে। বুধবার (২৬ নভেম্বর) এই সেবা উদ্বোধন করেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করীম জানিয়েছেন, সেবা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকায় অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সরেজমিন পরিদর্শন করছেন।
ডা. শফিকুর রহমান সাধারণ মানুষকে সতর্ক করেছেন যে, ভূমিকম্পের পর ভবন, বাসা, দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্বাভাবিক। তবে নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন প্রয়োজন:
ফাটল বা দৃশ্যমান ক্ষতি
ভবন হেলে বা বেঁকে যাওয়া
অস্বাভাবিক শব্দ বা কম্পন
প্রকৌশল বিভাগের সেবাগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে—
ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন
প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন
দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়
নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ
ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট
প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান
ঢাকার জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, টিম ভিজিটের সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে। প্রকৌশল টিমের সঙ্গে যোগাযোগের জন্য নম্বরগুলো— +880 1731-923090, +880 1959-895769, +880 1717-303317।