সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুই দিনে দেশের বিভিন্ন জেলায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উপকূলীয় এলাকায় তীব্র ঝড়-বৃষ্টির ফলে বহু এলাকা প্লাবিত হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে অন্তত ৫০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে যান।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (বিতরণ) আব্দুর রহিম মল্লিক জানান, ঝড়ের কারণে তাদের প্রায় ৫০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যে একটি বড় অংশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়েছে। যেসব মোবাইল টাওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে অচল হয়ে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগই সচল হয়েছে। এখনও কিছু বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সেখানে লাইন মেরামতের কাজ চলছে।
এদিকে মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত তিনটি প্রধান অপারেটরের প্রায় ১৩ হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে। এর মধ্যে গ্রামীণফোনের ৪,৪৭৪টি, বাংলালিংকের ৩,০২০টি এবং রবির ৫,৫০০টি টাওয়ার রয়েছে। তবে এসব টাওয়ারের প্রায় ৮০ শতাংশ শুক্রবার সন্ধ্যার মধ্যে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
বিদ্যুৎ সংকটে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে, ফলে জনজীবনে দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত