
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা রিক্সা ভ্যান অটো চালক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা বাজারে দারুলউলুম রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের চাঁদপুর জেলা সদস্য সচি আরিফ শেখ এর সভাপতিত্বে এবং জেলা যুগ্ন আহবায় মোহাম্মদ রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মহসিন হোসেন, মোহাম্মদ বাবলু মুন্সি প্রমুখ।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সহায়তা করেছেন ওমান প্রবাসী রহমতুল্লাহ সোহাগ। অনুষ্ঠান চলাকালীন মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং সকল উপস্থিত নেতাকর্মীরা একযোগে দোয়া ও মোনাজাত করেন।
বিএনপি জানিয়েছে, শারীরিকভাবে অসুস্থতার কারণে সারাদেশে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের দোয়া করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বর্তমানে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষ হয় এতিম ছাত্র–শিক্ষক ও এলাকার গণমানবদের অংশগ্রহণে দোয়া-মোনাজাত ও তাবারকের মধ্য দিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply