সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের বক্তব্য দেন।
হাসনাত বলেন, খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতি নিজের চোখে দেখতে পারেন। তিনি অভিযোগ করেন যে, খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি এবং চিকিৎসকদের হয়রানির কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আরও বলেন, দেশ-বিদেশের ফ্যাসিবাদবিরোধী সকল মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হচ্ছে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, বেগম খালেদা জিয়া নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। তার অবস্থা ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল। তিনি সচেতন আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে সক্ষম হচ্ছেন। দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা “ক্রিটিক্যাল কিন্তু স্ট্যাবল।” তিনি যোগাযোগ করতে পারছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করছেন। এ মুহূর্তে তার জন্য সবার দোয়ার প্রয়োজন।