1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এ পর্যন্ত এনসিপিসহ ১৬টি নতুন দল প্রাথমিক পরীক্ষায় পাস করেছে বলে জানিয়েছে ইসির নির্বাচন শাখা।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এবার এই দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তে পাঠানো হবে। গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। প্রাথমিকভাবে কোনো দল শর্ত পূরণ করতে না পারায় ১৫ দিনের সময় দেওয়া হয়, যা ৩ আগস্ট শেষ হয়।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ এবং পূর্বে সংসদ সদস্য থাকা বা নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়ার শর্ত পূরণ করতে হয়। সরেজমিন তদন্ত, আপত্তি শুনানি ও সব শর্ত পূরণ হলে নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!