1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রামগতিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুর, কুমিল্লা রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান স্বপন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিবির হাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার এবং লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী মজুমদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬ কৃতি শিক্ষার্থীকে নগদ ২৫ হাজার টাকা এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জনকে ১০ হাজার টাকা করে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। পুরস্কারের সঙ্গে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্রও তুলে দেওয়া হয়।

এছাড়াও জেলা প্রশাসক আরও একটি অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ১,৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!