যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ২০২৩ সালের ৭ অক্টোবর অপহৃত ইসরায়েলিদের মধ্যে জীবিত ২০ জনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। দুই ধাপে মুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
এ চুক্তির আওতায় ইসরায়েলও ১ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করেছে। নিহত ২৮ ইসরায়েলির লাশও ফেরত দেওয়ার কথা রয়েছে।
মুক্তি প্রক্রিয়ায় হামাস যোদ্ধাদের সশস্ত্র উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা অনেকের মতে “শক্তি প্রদর্শনের ইঙ্গিত”। এদিকে ইসরায়েলের টেলআভিভে জিম্মিদের পরিবার উল্লাসে ফেটে পড়ে।
গাজায় যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা পাঠানোর সুযোগও বাড়ছে। যুক্তরাজ্য গাজার মানুষের জন্য ২ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে।
এদিকে গাজার ভবিষ্যৎ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করতে মিসরের শারম আল শেখে শুরু হয়েছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।