1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

বৃষ্টিতে ভিজে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বৃষ্টির মধ্যে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভকারীরা ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নানকে ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, “আমাদের আহ্বায়ক আলহাজ্ব এম.এ. হান্নান সাহেব দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। এখন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি তিনিই।”

তিনি আরও বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের কাছে আমাদের দাবি—আলহাজ্ব এম.এ. হান্নান সাহেবকে ধানের শীষ প্রতীক দিয়ে ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করুন।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম আহ্বায়ক জহির হোসেন, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!