রাজধানীর গুলশানের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১২ জনকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন।
মঙ্গলবার (১৭ জুন) এই আদেশ দেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বাচল প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে আজকের (১৭ জুন) মধ্যে পরোয়ানা তামিলের সময়সীমা শেষ হলেও মাত্র একটি মামলার তামিল প্রতিবেদন আদালতে জমা পড়ে।
প্রতিবেদনে বলা হয়, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ জনকে আগামী ১ জুলাইয়ের মধ্যে হাজির হতে নির্দেশ দেন।
যাঁদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেখ রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক
রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া
রাজউকের সদস্য মো. খুরশিদ আলম
তন্ময় দাস
মো. নাসির উদ্দিন
সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী
রাজউকের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার
অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ
এর আগে ১৩ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আরও ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরও আগে ১০ এপ্রিল পৃথক এক মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক পূর্বাচল প্রকল্পে অনিয়ম তদন্তে অনুসন্ধান শুরু করে। তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রকল্প থেকে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
দুদক ছয়টি মামলা দায়ের করে এবং ২০২৫ সালের ১০ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়। এতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সাত সদস্যসহ মোট ২১ জনকে আসামি করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত