নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোবারক ইসলাম তালুকদারের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরানের পিতা।
জানাজার প্রথম অংশ অনুষ্ঠিত হয় সকাল ১০টায় পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আনোয়ারুল ইসলাম আনার, যুবদলের সাবেক সভাপতি এমএ মান্নানসহ আরও অনেকে।
জানাজার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো শোকবার্তা পাঠ করে শোনান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
পরে সকাল ১১টায় মরহুমের নিজ গ্রাম হিরিভিটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মোবারক ইসলাম তালুকদারের মৃত্যুতে উপজেলা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক। তার মৃত্যুতে উপজেলা বিএনপি একজন অভিজ্ঞ, মেধাবী ও নীতিবান নেতাকে হারালো, যা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাঁকে এক নজর দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন, সহকর্মী, ছাত্র এবং সাধারণ মানুষ।
এ উল্লেখ্য গতকাল সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবারক ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত